প্রতিবেদন : তীব্র দাবদাহের পর রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি। বুধবার রাতের পর বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টিতে ভিজল গোটা বাংলা। এর মধ্যে বজ্রপাতে (West Bengal- Lightening) এখনও পর্যন্ত রাজ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১১ জন। মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, মুর্শিদাবাদে ৩ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, হাওড়ার আমতা ও বাগনান মিলিয়ে আরও ৩ জন রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এদিন দুপুর হতেই চড়া রোদ উধাও হয়ে মেঘলা আকাশ জুড়ে নেমে আসে অন্ধকার। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড় ও বৃষ্টি নামে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ (West Bengal- Lightening) বৃষ্টি নামে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেই বৃষ্টির খবর এসেছে। বীরভূমে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে কিছু জায়গায়। এছাড়াও বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে আগামী ৪ দিন উত্তর ও দক্ষিণ মিলিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। ২৯ তারিখ, শনিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: আজ জলপাইগুড়িতে জনসংযোগে অভিষেক