বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন মালিকের হাত ধরে খুলে যাচ্ছে ডুয়ার্সের কোহিনুর চা-বাগান। আলিপুরদুয়ারের বারোবিশায়, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে এসে জনসভায় বন্ধ চা-বাগান শ্রমিকদের এই খুশির বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Tea Garden- Abhishek Banerjee)। আগামী ৭ মে মেরিকো অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড বন্ধ কোহিনুর চা-বাগানের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবেন। সেই দিনই খুলে যাবে বাগান। ইতিমধ্যেই বাগান খোলা নিয়ে জেলাশাসকের দফতরে এক বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাগান খুলে গেলেই বকেয়া মজুরির অধিকাংশই মিটিয়ে দেবে নতুন মালিক। পাঁচ মাস বাগান বন্ধ থাকার ফলে শ্রমিকদের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। এই বাগানের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Tea Garden- Abhishek Banerjee) কানে পৌঁছাতেই উনি জেলা সভাপতি প্রকাশচিক বাড়াইককে বাগানের জটিলতা মেটাতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরেই তৎপরতার সঙ্গে জটিলতা মেটানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে আরও ঘোষণা করেন যে, আজ কোহিনুর চা-বাগানের স্থায়ী প্রায় হাজার জন শ্রমিক একহাজার টাকা করে অগ্রিম হাতে পাবেন। কিছুদিন আগেই শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠকে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথাও তিনি সকলের সামনে তুলে ধরে বলেন, তৃণমূল কংগ্রেস যা কথা দেয় তা পূরণ করে। চা-শ্রমিকদের মজুরির বিষয়ে তিনি বাম শাসনকালকে কটাক্ষ করে বলেন, বাম আমলে চা-শ্রমিকদের মজুরি ছিল ৬৭ টাকা, আজ তৃণমূলের জামানায় তা বেড়ে হয়েছে ২৫০ টাকা। তিনি বলেন, তৃণমূল মানেই মানুষের সামগ্রিক উন্নয়ন। বন্ধ বাগান নিয়ে তাঁর ঘোষণায় খুশির হাওয়া বন্ধ চা-বাগানের শ্রমিক মহল্লায়।
আরও পড়ুন: কিসের বন্ধ? আমার কর্মসূচি তো চলবে, আলিপুরদুয়ারে অভিষেক