মুম্বই, ২৮ এপ্রিল : গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টে বিরাট কোহলি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এমনটাই ভেবেছিলেন রবি শাস্ত্রী। প্রসঙ্গত, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা শেষ মুহূর্তে চোট পাওয়ায় ওই টেস্টে ভারতকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে গিয়েছিল।
আরও পড়ুন-উত্তরে বন্ধ ভেঙে চা-বাগানে স্বাভাবিক কাজ
শাস্ত্রীর বক্তব্য, ‘‘রোহিত চোট পাওয়ার পর আমি ভেবেছিলাম বিরাটই বার্মিংহাম টেস্টে নেতৃত্ব দেবে। কারণ এই টেস্ট জিতলে বা ড্র করলেও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতত ভারত। এমন বড় ম্যাচে অভিজ্ঞ কারওর নেতৃত্ব দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি।’’ শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘‘জানি না, কোচ রাহুল দ্রাবিড় এই নিয়ে বিরাটের সঙ্গে কোনও কথা বলেছিল কি না। তবে দ্রাবিড়ের জায়গায় আমি থাকলে অবশ্যই বিরাটের সঙ্গে কথা বলতাম। বোর্ডকেও বোঝাতাম রোহিতের অনুপস্থিতিতে বিরাটই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি।’’
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন অজিঙ্ক রাহানে। নির্বাচকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শাস্ত্রী। তিনি বলছেন, ‘‘আমি খুশি যে রাহানে টেস্ট দলে ফিরেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় ম্যাচে দলে ওর মতো অভিজ্ঞদেরই প্রয়োজন। এবারের আইপিএলে দেখছি রাহানে দুর্দান্ত ফর্মে রয়েছে।’’
আরও পড়ুন-দান্তেওয়াড়ায় বদলার খুন?
টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার আরও বলেন, ‘‘অনেকেই বলবে, দুটো-তিনটে আইপিএল ম্যাচে রান করেই রাহানে দলে ঢুকে গেল। ওরা সম্ভবত গত ছ’মাসের রেকর্ড জানে না। যখন রাহানে প্রথম শ্রেণির ক্রিকেটেও ধারাবাহিকভাবে রান করেছে।’’