উত্তরে বন্‌ধ‌ ভেঙে চা-বাগানে স্বাভাবিক কাজ

শুক্রবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্‌ধ সম্পূর্ণ অসফল জলপাইগুড়ি জেলায়। এদিন সকাল থেকেই দোকানপাট খোলা ছিল

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রভাব পড়ল না বাগানে। বিজেপির ডাকা বন্‌ধকে তোয়াক্কা না করে অন্যদিনের মতোই কাজ করলেন চা-শ্রমিকেরা। শুক্রবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্‌ধ সম্পূর্ণ অসফল জলপাইগুড়ি জেলায়। এদিন সকাল থেকেই দোকানপাট খোলা ছিল। রাস্তায় সরকারি এবং বেসরকারি গাড়ি চলাচল করছে। চা-বাগান সম্পূর্ণ ভাবে সচল ছিল। যদিও বন্‌ধ সমর্থকরা কিছু জায়াগায় বন্‌ধের সমর্থনে রাস্তা আটকায়। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়।

আরও পড়ুন-দান্তেওয়াড়ায় বদলার খুন?

বেশ কিছু জায়গায় গাড়ি আটকায় বন্‌ধ সমর্থকরা, যদিও পুলিশি হস্তক্ষেপে তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়। ময়নাগুড়ির ভোটপাট্টি, টেকাটুলি, ময়নাগুড়ি রোড এলাকায় পথ অবরোধ করলেও তাদের সেই অবরোধ করলেও পুলিশি তৎপরতায় তা ক্ষণস্থায়ী হয়। জলপাইগুড়িতে বন্‌ধকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জলপাইগুড়ি জেলায় কোনও বন্‌ধ সমর্থক গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার খান্ডেবাহাল উমেশ গণপত। বন্‌ধ নিয়ে জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, জেলায় বন্‌ধের কোনও প্রভাব পড়েনি। বিজেপির ডাকা বন্‌ধকে উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়েছেন।

Latest article