‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-স্বেচ্ছা ন্যাড়াকে বেধড়ক মারল কংগ্রেস কর্মীরা
হারিয়ে যাওয়া
হারিয়ে যাও না গোধূলিতে
হারিয়ে যাও আলো আঁধারে
যাও না হারিয়ে ধ্রুবতারার সাথে
লুকাও না ঊষার ভেতরে।।
লুকিয়ে ফেলো নিজেরে কখনো
নিশীথের তন্দ্রাবিহীন রাতে,
দেখো হৃদয়রাশির দিকে
সঁপে দাও নিজেকে ভুবন সাথে।।
সর্ষে ক্ষেত্রে ঢেউয়ের মাঝে
ঢেউ ঢেউ হয়ে দোলো,
হারিয়ে যাও ভবঘুরের সাজে
পুরানো স্মৃতিকণা ভোলো।।
মাঝে মাঝে হারিয়ে যাওয়া
নিজেরে একা করে পাওয়া,
একার মাঝারে বহুদ্বীপ হয়ে
হারানো সুর বাজিও৷৷