মুম্বই, ২৯ এপ্রিল : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এদিকে, শনিবারই মুম্বইয়ের অধিনায়ক হিসেবে ১০ বছর পূর্ণ করলেন রোহিত শর্মা। তাঁর এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে রবিবার ম্যাচের আগে হিটম্যানকে সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে মুম্বই কর্তৃপক্ষের। এছাড়া রবিবার রোহিতের জন্মদিনও। তাই অধিনায়ককে জয় উপহার দিতে মুখিয়ে রয়েছেন সতীর্থরা।
আরও পড়ুন-আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
মুম্বইয়ের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন রোহিত। টুর্নামেন্টের সফলতম অধিনায়ক তিনি। ২০১৩ সালে প্রথমবার এই দায়িত্ব পেয়েছিলেন রোহিত। তৎকালীন নেতা রিকি পন্টিং সরে দাঁড়ানোয় অধিনায়ক হন তিনি। এদিন পাঁচটা আইপিএল ট্রফি নিতে ফোটো সেশন করেছেন রোহিত। তাঁর স্মৃতিচারণ, ‘‘আমরা কঠিন সময়ে নেতৃত্বে বদল এনেছিলাম। পন্টিং ইস্তফা দেওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ করে এই দায়িত্ব নেওয়াটা সহজ ছিল না। তবে আমি সব সময়ই নেতৃত্ব উপভোগ করেছি। একদিন যে এই দায়িত্ব নিতে হবে, সেটা আগেই আঁচ করতে পেরেছিলাম। কারণ। তার আগের দুটো বছর আমি দলের সহ-অধিনায়ক ছিলাম।’’
আরও পড়ুন-দিনের কবিতা
প্রথমবারের খেতাব জয় নিয়ে রোহিতের বক্তব্য, ‘‘অসাধারণ অনুভূতি। তাও আবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এমন সাফল্য সব সময়ই বিশেষ। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথটা খুব কঠিন ছিল। কিন্তু আমরা নিজেদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছিলাম ট্রফি জিতে।’’
এদিকে, এবারের আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স অনেকটা রোলার কোস্টারের ওঠানামার মতোই! প্রথম দু’টি ম্যাচ হারের পর টানা তিনটে জয়। এরপর শেষ দু’ম্যাচে ফের হার। পাঁচবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে যে ধারাবাহিকতার লেশমাত্র নেই, সেটা এই পরিসংখ্যানই বলে দিচ্ছে।
আরও পড়ুন-দিনের কবিতা
অন্যদিকে, রোহিতদের প্রতিপক্ষ রাজস্থান ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেলেও, শেষ তিনটে ম্যাচের দু’টিতেই হেরেছে। ফলে রবিবারের ম্যাচটা যে দুটো দলের কাছেই গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও সংশয় নেই।