প্রতিবেদন : এপ্রিলের গরমেই প্রাণ ওষ্ঠাগত হয়েছে মানুষের। এখনও মে (IMD- Heatwave) ও জুন মাস বাকি। আগামী দু-এক মাসে কী হতে চলেছে, তা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। এরই মধ্যে দেশবাসীকে কোনও আশার কথা শোনাতে পারল না আবহাওয়া দফতর। বরং উদ্বেগ বাড়িয়ে আইএমডি জানিয়েছে, মে মাসে দেশের গরম আরও বাড়বে। তাপপ্রবাহের মেয়াদও বৃদ্ধি পাবে। উত্তর ও মধ্য ভারতের সবকটি রাজ্য এমনকী, উত্তর-পূর্বাঞ্চলেও গরম এবং তাপপ্রবাহ (IMD- Heatwave) দুই-ই বাড়বে বলে আইএমডি জানিয়েছে। চলতি বছরে এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম ও তাপপ্রবাহের সাক্ষী হয়েছে গোটা দেশ। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি নামায় কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। বরং আইএমডি জানিয়ে দিল, মে মাসের শুরু থেকেই ফের তীব্র গরমেই কষ্ট পেতে হবে দেশবাসীকে। অন্যান্য বছরের তুলনায় এ বছর মে মাসে বেশি গরম থাকবে। পূর্ব থেকে মধ্য ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রাও ৪০ থেকে ৫০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পূর্ব-মধ্য ও পূর্বাঞ্চলে আগামী এক মাস তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলেও এবার স্বাভাবিকের তুলনায় বেশি গরম পড়বে। তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তর-পশ্চিম, ও মধ্য-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকই থাকবে বলে জানা গিয়েছে। পরিবেশ ও অর্থনীতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রার ওঠানামার সঙ্গে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ে। প্রবল গরমের হাত থেকে বাঁচতে প্রতিটি বাড়িতেই সর্বক্ষণ পাখা ও এসি চলছে। ফলে বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। এরফলে পাওয়ার গ্রিডগুলির উপর অত্যাধিক চাপ পড়ায় ব্ল্যাকআউটের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে প্রবল গরম ও জল কষ্টের কারণে ফসল উৎপাদনের উপরও নেতিবাচক প্রভাব পড়বে।