ডিম্ (Egg) ও মাংসের দাম (chicken) ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। এপ্রিল মাসের শুরুতে মুরগির মাংসের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল কিন্তু বাংলার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার পরেই ঊর্ধ্বমুখী চিকেনের দাম।
আরও পড়ুন-জন্মদিনের দিনেই মৃত পুলিশকর্মী
কলকাতা–সহ রাজ্যের বেশ কিছু জায়গাতেই মুরগির মাংসের দাম হয়ে গিয়েছে প্রতি কিলো ২৫০ টাকা । বেশিরভাগ জায়গাতেই দাম কেজি প্রতি ২৫০ টাকার মধ্যে চলছে। শহরের অনেক জায়গাতে এই সপ্তাহে মুরগির দাম ২৫০ টাকা পার করেছে। ২৬০ টাকা নেওয়া হচ্ছে বেশ কিছু জায়গায়।
আরও পড়ুন-মঞ্চে উঠে এআর রহমানের গান কেন বন্ধ করল পুণে পুলিশ
গত একসপ্তাহ ধরে ডিমের দাম জোড়ায় প্রায় দেড় টাকা বেড়ে গিয়েছে। পাইকারি বাজারে এখন একজোড়া ডিম ১০ টাকা ৬০ পয়সা। খুচরো বাজারে একজোড়া ডিমের দাম সাড়ে ১২ টাকা থেকে ১৩ টাকা। এক ট্রে (৩০টি) ডিমের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়ে গিয়েছে। পোলট্রির মুরগির ডিমের ট্রে (তিরিশ পিস) দাম ১৬৫ টাকা। যদিও কয়েকদিন আগে ১৪৫ টাকা ছিল।