সোমবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিশানা করলেন।
আরও পড়ুন-দাম বাড়ল মুরগির মাংসের ও ডিমের, মধ্যবিত্তের পকেটে টান
এদিন ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে রায়গঞ্জে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভায় শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বলেন, “ও তৃণমূলের জন্য লক্ষ্মী। ও যত বিজেপিতে থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতেই শনির দশা চলছিল, ও ঢোকাতে রাহু ও কেতু এই ২টো দশাও সম্মিলিত হয়েছে।” তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চলে যাওয়ায় তৃণমূলের আখেরে কোনও ক্ষতি হয়নি। উল্টে ভোট বেড়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে, বিজেপিতে যাওয়ার পর থেকেই বিভিন্নভাবে তৃণমূল সাংসদকে প্রতিনিয়ত আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু। এদিনের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তাঁর মন্তব্যের পরেই হাততালিতে ফেটে পড়ে জনসভা।