উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ, লেখা হয়েছে মেড ইনফ্রান্স

জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এ দিন ভোর রাতে হিলি সীমান্তের গয়েশপুর পাহানপাড়া এলাকায় অভিযান চালায় বিএসএফ।

Must read

সোমবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার (Hili Police station) গয়েশপুর বিওপি এলাকার পাহানপাড়া থেকে উদ্ধার হল ১৩ কোটি টাকার সাপের বিষ। বিএসএফ সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে বিষের বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। সোমবার দুপুরে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের তরফ থেকে বালুরঘাট বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে । এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ ৷ সাপের বিষ ভর্তি জার হিলি এলাকায় কিভাবে এল খতিয়ে দেখছে বিএসএফ ও বালুরঘাট বন দফতরের কর্মীরা।

আরও পড়ুন-‘ও যত বিজেপিতে থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে’ বিরোধী দলনেতাকে নিশানা অভিষেকের

জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এ দিন ভোর রাতে হিলি সীমান্তের গয়েশপুর পাহানপাড়া এলাকায় অভিযান চালায় বিএসএফ। তখন দুজন পাচারপকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একটি বুলেটপ্রুফ সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়। যেখানে লেখা হয়েছে মেড ইনফ্রান্স। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-দাম বাড়ল মুরগির মাংসের ও ডিমের, মধ্যবিত্তের পকেটে টান

বালুরঘাট বনদফতরের রেঞ্জার সুকান্ত ওঝাঁ জানান, ‘বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নেট পক্ষ থেকে সাপের বিষ ভর্তি একটি জার তাদের হাতে আজকে তুলে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে সাপের বিষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে মুম্বাই। পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করবেন৷’

Latest article