আগামী তিনদিন একাধিক রাজ্যে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী তিন দিন মুম্বই, পালঘর, থানে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে

Must read

প্রতিবেদন : গত দু’দিন ধরে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। যে কারণে থমকে গিয়েছে চারধাম যাত্রা। হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড দুই রাজ্যেই এই মুহূর্তে পর্যটনের ভরা মরশুম। কিন্তু এরই মধ্যে নতুন করে আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। সোমবার মৌসম ভবন জানিয়েছে, আগামী তিনদিন শিমলা- সহ গোটা হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা হিমাচল প্রদেশের জারি করা হয়েছে কমলা সর্তকতা।

আরও পড়ুন-খ্রিস্টান সম্প্রদায়কে বঞ্চনা করে ভোটের লক্ষ্যে প্রচার প্রধানমন্ত্রীর, সরব ডেরেক

তবে শুধু উত্তরের এই দুই রাজ্যই নয়, উত্তর-পশ্চিম, পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতেও আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসম ভবন আরও জানিয়েছে, সোমবার থেকেই পূর্ব, পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ সোমবারের পর থেকে শিমলা-সহ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তাই পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন-নবজোয়ারে ভেসে গেলেন অভিষেক

মৌসম ভবন আরও জানিয়েছে, আগামী তিন দিন মুম্বই, পালঘর, থানে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমবে। তবে কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এ সময় বড় ধরনের বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে কৃষি কাজের ক্ষতি হতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির কারণে তাপমাত্রা কয়েকদিন নামলেও পর পারদ ফের ঊর্ধ্বমুখী হবে।

Latest article