যোগী-পুলিশের কীর্তি! দড়ি বাঁধা বন্দিকে নিয়ে মদ কেনায় ব্যস্ত

যোগীরাজ্যে আইনশৃঙ্খলার বিষয়টি কার্যত প্রহসনের নামান্তর হয়ে উঠেছে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় রোজই তা বেআব্রু হচ্ছে

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যে আইনশৃঙ্খলার বিষয়টি কার্যত প্রহসনের নামান্তর হয়ে উঠেছে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় রোজই তা বেআব্রু হচ্ছে। উত্তরপ্রদেশে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, কোমরে দড়ি বাঁধা এক আসামিকে নিয়ে মদের দোকানে কেনাকাটা করতে ঢুকছেন এক পুলিশ আধিকারিক। বিচারাধীন বন্দিকে নিয়ে এমন কাণ্ড বেনজির। কিন্তু যোগীরাজ্যে এই দৃশ্যই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। এর থেকেই বোঝা যায় বিজেপি শাসিত গোবলয়ের এই বৃহত্তম রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কী হাল।

আরও পড়ুন-আগামী তিনদিন একাধিক রাজ্যে মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিচারাধীন বন্দিকে নিয়ে এক পুলিশকর্মীর মদ কিনতে যাওয়ার ভাইরাল ভিডিও দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন হামিরপুরের পুলিশ সুপার।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কুরালা এরিয়া থানায় কর্মরত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হামিরপুর তিন নম্বর কিং রোড এলাকার একটি মদের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশ আধিকারিক ও কোমরে দড়ি দেওয়া বিচারাধীন বন্দি। সেই দড়ি হাতে নিয়ে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছেন ওই পুলিশকর্মী।

আরও পড়ুন-খ্রিস্টান সম্প্রদায়কে বঞ্চনা করে ভোটের লক্ষ্যে প্রচার প্রধানমন্ত্রীর, সরব ডেরেক

যদিও তাঁর মুখ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। ওই বন্দি দাঁড়িয়ে রয়েছেন মদের দোকানের একেবারে সামনে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়তেই হামিরপুরের পুলিশ সুপার ট্যুইট করে জানিয়েছেন, ওই থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবিষয়ে জবাব চাওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে অন্তর্বর্তী তদন্তও শুরু করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Latest article