সংবাদদাতা, সাগর : কয়েক দিন আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের থেকে বেশ কিছু দাবি শুনেছিলেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তারপর সেই দাবি মেনে শুরু হয় কাজ। সোমবার সেই কাজ খতিয়ে দেখতে সাগর ব্লকের মুড়িগঙ্গা এক ও দু নম্বর অঞ্চলে গেলেন মন্ত্রী। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গ্রামের সাধারণ মানুষ দুটো ব্রিজ সারানোর দাবি করছিলেন। এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দুটো ব্রিজ পরিদর্শন করলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। এবং মুড়িগঙ্গা এক অঞ্চল রানা মোড় থেকে যে খাল সংস্কার হয়েছে সেটাও পরিদর্শন করেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও জনসংযোগ করেন।
আরও পড়ুন-এইচআইভি আক্রান্তদের কর্মসংস্থানে নয়া আলো
পরে মন্দিরতলা চকফুলডুবি গ্রামে নুর হোসেন নামে এক ব্যক্তির আগুনে পোড়া ঘর পরিদর্শন করেন ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। গতকাল হঠাৎ শর্টসার্কিট থেকে ঘরটি ভস্মীভূত হয়ে যায়। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা শোনার পরে মন্ত্রী ওই বাড়িতে গিয়ে পরিবারের সকলকে জামাকাপড় থালা-বাসন-সহ ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে ১০,০০০ টাকার চেক তুলে দেন ওই পরিবারের হাতে। আগামী বর্ষার আগে সব কাজ সম্পূর্ণ হবে বলে এলাকাবাসীদের জানান মন্ত্রী।