এইচআইভি আক্রান্তদের কর্মসংস্থানে নয়া আলো

এইচআইভি পজিটিভদের কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের নিয়ে সমাজের চলতি ধারণা বদলে দিতেই এই উদ্যোগ বলেই জানান কল্লোল ঘোষ।

Must read

প্রতিবেদন : এইচআইভি পজিটিভদের কর্মসংস্থানের লক্ষ্যে অভিনব উদ্যোগ শহরে। দক্ষিণ কলকাতার পাটুলিতে পথচলা শুরু করল ‘ক্যাফে পজিটিভ’। ইএম বাইপাশের পাশে সদ্য গড়ে ওঠা এই ক্যাফের কর্মীরা সবাই এইচআইভি পজিটিভ। রবিবার সন্ধেয় আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এই ব্যতিক্রমী ক্যাফের। উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী, ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ক্যাফে পজিটিভের মূল উদ্যোক্তা সমাজসেবী কল্লোল ঘোষ ও ফাদার সেবাস্টিন।

আরও পড়ুন-টার্মিনাল থেকে আয় দু’শো কোটি

এইচআইভি পজিটিভদের কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের নিয়ে সমাজের চলতি ধারণা বদলে দিতেই এই উদ্যোগ বলেই জানান কল্লোল ঘোষ। সোনারপুরে এইচআইভি পজিটিভ শিশুদের জন্য তাঁদের উদ্যোগে আগেই গড়ে উঠেছে পুনর্বাসন কেন্দ্রে ‘আনন্দঘর’। সেখানে পড়াশুনার পাশাপাশি হাতে-কলমে নানা শিক্ষা দেওয়া হয় শিশুদের। তাঁদের কর্মসংস্থানের জন্যেই এই ক্যাফের ভাবনা। এর আগে রাসবিহারীতে প্রথম ক্যাফেটি খোলা হয়েছিল। এবার পাটুলিতে দ্বিতীয় ক্যাফেটি চালু হল। স্থানীয় পুরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের চেষ্টায় বাইপাশের ধারে ফুড কর্নারে গড়ে উঠেছে এই ক্যাফে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সবাই এইচআইভি পজিটিভদের নিয়ে চলতি ধারণা পরিবর্তনের পক্ষে সওয়াল করেন।

Latest article