প্রতিবেদন : সংঘর্ষ বিরতি চুক্তি ভঙ্গ করে সুদানে (Sudan fighting) ফের শুরু হয়েছে তীব্র লড়াই। রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সদর দফতরের চারদিকে চলছে ভয়ঙ্কর লড়াই। পাশাপাশি নীল নদের অপর পাড়ে ওমদারমান শহরে এদিন সেনাবাহিনীর নতুন করে বিমান হামলা চালিয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় সে দেশের বেশিরভাগ মানুষই পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানের যুযুধান সেনা ও আধাসেনার কাছে অবিলম্বে এই রক্তপাত বন্ধের আর্জি জানিয়েছেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন তিনি। যুদ্ধের কারণে ইতিমধ্যেই সুদানে (Sudan fighting) মৃতের সংখ্যা প্রায় ৬০০ ছুঁতে চলেছে। গোটা দেশজুড়ে খাদ্য পানীয় ওষুধের হাহাকার দেখা দিয়েছে। মিলছে না শিশুদের দুধ। হাসপাতালগুলি যুদ্ধে জখম মানুষে ভর্তি। ফলে অন্য রোগীদের সঠিক চিকিৎসা হচ্ছে না। একাধিক জরুরি অপারেশনও সাময়িক বন্ধ রাখা হয়েছে। গোলা ও বোমাবর্ষণের কারণে বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চাপ আরও বেড়েছে। এরই মধ্যে পরিস্থিতির কারণে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। ফলে বহু মানুষকে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। সহজলভ্য খাদ্য নিয়েও মানুষের মধ্যে কাড়াকাড়ি চলছে।
আরও পড়ুন- টর্নেডোর তাণ্ডব