টর্নেডোর তাণ্ডব

Must read

আবারও ফ্লোরিডায় (Florida- Tornado) আছড়ে পড়ল এক বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই টর্নেডোর দাপটে কার্যত তছনছ হয়ে গিয়েছে ফ্লোরিডা। উত্তর মিয়ামির পামবিচ গার্ডেন এলাকায় এখন শুধুই ধ্বংসের ছবি। রাস্তায় যত্রতত্র উপড়ে পড়ে রয়েছে গাছ। কোথাও উড়ে গিয়েছে বাড়ির ছাদ। এমনকী, একটি গাড়িকে অপর গাড়ির মাথাতেও উল্টে থাকতে দেখা গিয়েছে। জমির ফসল তছনছ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই বিধ্বংসী টর্নেডোর তাণ্ডবের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এই শক্তিশালী টর্নেডোর (Florida- Tornado) কারণে ফ্লোরিডায় কমপক্ষে ১০ লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে গিয়েছে। ফ্লোরিডা ছাড়াও দক্ষিণ ক্যারোলিনা এবং জর্জিয়াতেও এই ঘূর্ণিঝড়ের দাপটে বড় মাপের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন-বাস দুর্ঘটনায় মৃত ২০

Latest article