প্রতিবেদন : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকের চাকরি খেতে চলেছে বেশ কিছুদিন ধরে এমন একটা আশঙ্কা ছড়াচ্ছিল। এবার তা সত্যিই হয়ে দেখা দিচ্ছে। একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই সেই পথে হাঁটতে চলেছে। আইবিএম-এর তরফে জানানো হয়েছে, আর নতুন করে কেউ চাকরি পাবে না এই সংস্থায়। বরং কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে সংস্থা। আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে ছেঁটে সেই জায়গায় কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
আরও পড়ুন-তৃণমূল নেতার বাড়িতে বোমা
আইবিএমের সিইও কৃষ্ণা অরবিন্দ কৃষ্ণ ব্লুমবার্গকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী কয়েক বছরে তাঁরা কমপক্ষে ৭৮০০ জন কর্মীকে সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন। নতুন করে কর্মী নিয়োগ তো নয়ই, বরং কর্মী ছাটাই করে সেই জায়গায় প্রযুক্তিকে কাজে লাগানোর কথা ভাবছেন তাঁরা। আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর ছবি অনেক বদলাবে। কৃত্রিম মেধা দিয়েই অধিকাংশ কাজ কম সময়ে ও নির্ভুলভাবে করা যাবে।
আরও পড়ুন-১৯ দিনে দ্বিতীয় খুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ফের বন্দি-সংঘর্ষ তিহারে, নিহত বিচারাধীন গ্যাংস্টার
কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসায় মানুষের মনে চাকরি যাওয়ার ভয় চেপে বসেছে। অ্যামাজন, আইবিএমের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মী ছাঁটাইয়ের বহর দেখে সেই আশঙ্কায় আরও তীব্র হয়েছে।