তৃণমূল নেতার বাড়িতে বোমা

মুর্শিদাবাদের সালার পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

Must read

সংবাদদাতা, সালার : মুর্শিদাবাদের সালার পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে খাঁড়েরা গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। সালার পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন ও তাঁর স্বামী তৃণমূল নেতা জুল হোসেনের বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা।

আরও পড়ুন-১৯ দিনে দ্বিতীয় খুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ফের বন্দি-সংঘর্ষ তিহারে, নিহত বিচারাধীন গ্যাংস্টার

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে। বোমাবাজির নিয়ে এলাকার বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, কোনও বোমাবাজি নয়, ধানিপটকা ফাটিয়ে চমকানোর চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত গ্রামের মানুষ। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, মোটরবাইক। কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত একাধিক ব্যক্তি। নুরজাহান বলেন, তাঁর বাড়ি লক্ষ্য করে ১০-১২টি বোমা ছোঁড়া হয়েছে। কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা বোমা-পিস্তল নিয়ে তাঁর স্বামীকে খুন করার পরিকল্পনা করছিল। পুলিশ দ্রুত চলে আসায় তাঁর স্বামী রক্ষা পেয়েছেন ।

Latest article