প্রতিবেদন : মহানগরীতে প্রথম গুপি গাইন বাঘা বাইনের মূর্তি। আছেন ভূতের রাজাও। মঙ্গলবার বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ১০২তম জন্মদিনে কলকাতার গড়পার রোডে এই মূর্তি উন্মোচন করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। উদ্যোক্তা ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী।
আরও পড়ুন-তৃণমূল নেতার বাড়িতে বোমা
তিনি বলেন, গড়পারে দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতেই তাঁর বেড়ে ওঠা। তাই সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে আমরা তাঁর তৈরি চরিত্রের মূর্তি বসিয়ে শ্রদ্ধা জানালাম। মূর্তি উন্মোচনের সময় ‘মহারাজা তোমারে সেলাম’ গানটি পুরো অনুষ্ঠানকে জীবন্ত করে তুলেছিল। সত্যজিৎ রায়ের ছবির একের পর এক গান এদিন গাইলেন যাযাবর ব্যান্ডের সদস্যরা। দক্ষিণ কলকাতায় সত্যজিৎ রায়ের নিজের বাড়িতেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তাঁর পুত্র পরিচালক সন্দীপ রায় শ্রদ্ধা জানান। এসেছিলেন বহু বিশিষ্ট মানুষ। ফুল, মালা আর বেহালায় তাঁরই ছবির গানের সুরে শ্রদ্ধা জানানো হয়।