প্রতিবেদন : ২ মে বঙ্গ রাজনীতিতে ঐতিহাসিক দিন। তৃণমূলের ঐতিহাসিক জয়ের দিন। আজ থেকে ঠিক দু’বছর আগে এই দিনেই বিজেপির সবরকম শক্তিকে পরাস্ত করে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে বাংলার বুকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন চুরমার করেছিল বাংলার মানুষ। বুঝিয়ে দিয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এই দিনকে স্মরণে রেখে ভিডিও বার্তা ও সোশ্যাল মিডিয়ায় নেত্রী ২০২৪-এর লোকসভা নির্বাচনে দেশে পরিবর্তনের ডাক দিলেন। একইসঙ্গে আবারও শান দিলেন বিরোধী ঐক্যে।
আরও পড়ুন-গড়পারে গুপি-বাঘার মূর্তি
চব্বিশের ভোট হবে পরিবর্তনের ভোট। এবং চব্বিশের আগে দেশজুড়ে সব বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন তৃণমূলনেত্রী। তাঁর সাফ কথা, একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব।
আরও পড়ুন-তৃণমূল নেতার বাড়িতে বোমা
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে একটা পরিবর্তন আসা জরুরি। সামনের নির্বাচন হবে পরিবর্তনের ভোট। যেটা ২০২৪-এ হবে দিল্লিতে। ১০ বছর ধরে একটা সরকার শুধু ভাঁওতাবাজির উপর চলছে। সন্ত্রাস করেছে। নোটবন্দি করেছে। এখন আবার এনআরসি-র অত্যাচার শুরু করেছে। আমি সব বিরোধীদের বলব, আসুন, একজোট হোন। আমি নিশ্চিত, বিজেপি তাহলে এবার হারবেই। কারণ, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে। মানুষ-ই হচ্ছে প্রথম পছন্দ।