‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (Series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-গড়পারে গুপি-বাঘার মূর্তি
কুয়াশার হাসি
হাসিটা কেন কুয়াশায় ভরা
কাঁদে গৃহহারা বালক মাতৃহারা।
মরুর বুকে প্রভাত আলোকে মেঘমায়া
কেন ঢেউয়ে এলোকেশী ছায়া?
পাষাণের ভারে মূর্ছিত কানন
চাঁদের চতুর্দশ তিথিতে অন্বেষণ।
ভূকম্পের দরজায় উজান হাওয়া
রোদন বসন্তে কাকের কা-কায়া।
তৃষ্ণার নেই তৃষিত ধারা
দুর্যোগ অভিযানে দুর্ভেদ্য তারা।
ভুবন উজালা, কলঙ্কিনী কঙ্কাল
আঁধার সকালে বিরহ বিকাল।
হাসির আড়ালে বেদনা-জ্বালা
জোছনা আঁচলে তৃষ্ণা ভেলা।