দ্রুত নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন মৎস্য দফতর দুটি কলেজ সহ একাধিক পদে নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। এই পদগুলিও দ্রুত পূরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন : দ্রুত নিয়োগ করুন। নিয়োগ ফেলে রাখবেন না। মঙ্গলবার বিভাগীয় সচিবদের স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন, নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি কিংবা দীর্ঘসূত্রতা মোটেই বরদাস্ত করা হবে না। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান, তিনি বলা সত্ত্বেও কেন বিভিন্ন দফতর নিয়োগ প্রক্রিয়া নিয়ে গড়িমসি করছে, দেরি করছে। নবান্ন সূত্রের খবর, বিষয়টি নিয়ে তিনি বিভাগীয় সচিবদের সতর্ক হওয়ার বার্তা দেন। কাজে গতি বাড়ানোর নির্দেশ দেন। তাঁর কথায়, আইনি সমস্যায় কিছু চাকরি আমরা দিতে পারছি না। কিন্তু আমাদের হাতে যেগুলো আছে সেগুলোতে লোক নিন। দফতরগুলি কাজের গতি বাড়াক। এদিনের মন্ত্রিসভা বৈঠকে নেওয়া হয়েছে আরও দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, রাজারহাটে স্কিল ডেভেলপমেন্ট সিটি নির্মাণ। তাৎপর্যপূর্ণভাবে শিল্পের জন্য লিজ নেওয়া জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার জন্য রাজ্যের মর্টগেজ পারমিশনের নিয়মেও বদল আনা হল। এতদিন এর জন্য কোনও ফি দিতে হত না। এবার থেকে রাজ্যের কোষাগারে জমা দিতে হবে ১ হাজার থেকে ১ লক্ষ টাকা।

আরও পড়ুন-গড়পারে গুপি-বাঘার মূর্তি

এক নজরে ক্যাবিনেট

* লিজ জমি বন্ধক রেখে ঋণ বা হস্তান্তরে টাকা জমা বাধ্যতামূলক
* রাজারহাটে ৭২.৩৩ একর জমিতে স্কিল ডেভেলপমেন্ট সিটি
* সবংয়ে তেমাথানি মোড়ে বসবে সিধু-কানহু-বীরসা মুণ্ডার মূর্তি
* মৎস্য দফতরে ৮১ জন ও একাধিক কলেজ-হাসপাতালে নিয়োগ
* বর্ষপূর্তিতে জনপ্রতিনিধিদের জনসংযোগের নির্দেশ

আরও পড়ুন-কর্নাটকের এক-তৃতীয়াংশ জেলাই দারিদ্র আর অপুষ্টির শিকার

এদিন রাজারহাটে একটি ‘স্কিল ডেভেলপমেন্ট সিটি’ তৈরির ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সোনার সুযোগ। জানা গিয়েছে, ৭২.৩৩ একর জমিতে এই অত্যাধুনিক সিটি তৈরি করা হবে। যেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রের বা পেশার মানুষদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে ‘ক্যাম্পাস ইন্টারভিউ’-এর ধাঁচে কর্মসংস্থানের ব্যবস্থা। অর্থাৎ একদিকে দক্ষতা বৃদ্ধি, অন্যদিকে কর্মসংস্থানের ব্যবস্থা, একই ক্যাম্পাসে। বেসরকারি উদ্যোগেই এই সিটি গড়ে উঠবে। শিল্পায়নের আবহে নিঃসন্দেহে এক বিশেষ মাত্রা যোগ করবে এই উদ্যোগ।

আরও পড়ুন-অভিষেক আসছেন, উদ্দীপিত ফরাক্কা

এদিন মৎস্য দফতর দুটি কলেজ সহ একাধিক পদে নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। এই পদগুলিও দ্রুত পূরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মৎস্য দফতরের অধীনে ফিশারিজ এক্সটেনশন অফিসার পদে ৮১ জনকে নেওয়া হবে। মানিকতলা ইএসআই হাসপাতালে তিনজনকে, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষ পদে একজনকে নেওয়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার শিশুরাম দাস কলেজ, কোচবিহারের এবিএন শীল কলেজের একাধিক পদে নিয়োগের প্রস্তাব পেশ হয়েছে এদিন।

আরও পড়ুন-বসছে তিন আদিবাসী নেতার মূর্তি

লিজ জমি নিয়েও মন্ত্রিসভায় এদিনের সিদ্ধান্ত বিশেষভাবে লক্ষ্য করার মতো। রাজ্যের খাসজমি শিল্পের জন্যে লিজ দেওয়া হয়। সেই জমি বন্ধক রেখে ঋণ নেন শিল্পপতিরা। বন্ধক রাখার জন্য রাজ্য সরকারের থেকে মর্টগেজ পারমিশন নেওয়ার ক্ষেত্রে এতদিন রাজ্যকে আলাদা করে কোনও টাকা দিতে হত না। এবার থেকে তা দিতে হবে। ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ফি সরকারি কোষাগারে জমা করতে হবে। চলতি অর্থবর্ষেই লাগু হবে এই নিয়ম। লিজে নেওয়া জমি অন্যকে হস্তান্তর করার ক্ষেত্রেও রাজ্যকে ফি দিতে হবে। রাজ্যের অর্থনৈতিক প্রগতির ক্ষেত্রে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা নেবে এই পদক্ষেপ।

Latest article