আজ দুপুরে সরাইঘাট এক্সপ্রেসে মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বুধবার মালদহে পৌঁছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

কালিয়াগঞ্জ এর ঘটনার রেশ কাটেনি। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তিনদিনের মালদহ সফরে যাচ্ছেন। আজ দুপুরবেলায় হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস এ মালদহের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দ্রুত নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বুধবার মালদহে পৌঁছে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ জেলায় বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা এদিন উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মালদহ জেলার সামগ্রিক পরিকাঠামো সহ বেশ কিছু প্রকল্পের উন্নয়নের কাজ কিভাবে এগোচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মালদহ সফর রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

আরও পড়ুন-দিনের কবিতা

মালদহের একটি স্কুলে বন্দুকবাজ ঢুকে যাওয়ার ঘটনায় পুলিশের বুদ্ধিমত্তায় সেই বন্দুকবাজকে আটক করে ফেলতে সক্ষম হয় মালদহ জেলা পুলিশ। সেই পুলিশ অফিসারকে সম্মান জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদহ সফরে প্রশাসনিক বৈঠক করবেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মালদা জেলায় থাকবেন।

Latest article