রাজ্যে তৈরী হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট উপনগরী

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি রাজারহাটে ৭২ একর জমি বরাদ্দ করেছে। সত্যম হোম ডেভেলপমেন্ট এই নতুন ভাবনার উপনগরী তৈরি করবে

Must read

রাজ্যে বেসরকারি উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট (Skill development) উপনগরী তৈরি হতে চলেছে। থিম হবে স্বাস্থ্য। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি রাজারহাটে ৭২ একর জমি বরাদ্দ করেছে। সত্যম হোম ডেভেলপমেন্ট এই নতুন ভাবনার উপনগরী তৈরি করবে। এই কর্মকাণ্ডে বিনিয়োগ হবে সাড়ে পাঁচশো কোটি টাকা।

আরও পড়ুন-আজ দুপুরে সরাইঘাট এক্সপ্রেসে মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নবান্ন এই মর্মে জানিয়েছে, এই নয়া উপনগরীতে আবাসন ছাড়াও নার্সিং কলেজ, প্যারা মেডিক্যাল কলেজ চিকিৎসা সংক্রান্ত কাজে দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের সঠিক ব্যবস্থা থাকবে। কিন্তু মেডিক্যাল কলেজ থাকবে না। এখানে স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও তার সঠিক পরিকাঠামো তৈরি করার একটা নির্দিষ্ট সময়ের পরিচালন ব্যবস্থা রাজ্য সরকারের হাতে তুলে দেবে। এখানে নির্মীত আবাসনের ২৫ শতাংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করা হবে। অম্বুজা নেওটিয়া গোষ্ঠী এই উপনগরীর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকছে ।

Latest article