আবার বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত (Cyclone)। আয়লা, আমফান, ইয়াস– সব ঘূর্ণিঝড় মে মাসে হয়েছিল । মোখা-র উৎস বা গতিবেগ কোনকিছুই যদিও এই মুহূর্তে স্পষ্ট নয়। রাজ্যে তীব্র গরম অনেকটা কমেছে। হয়েছে বৃষ্টি। বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হয়েছে। ফলে ঠন্ডা হয়েছে পরিবেশ।
আরও পড়ুন-শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবিতে সুপ্রিম কোর্টে হাসিন জাহান
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ৭ মে সেটা পরিণত হবে নিম্নচাপে। ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে নিম্নচাপটি। এই পথে নিম্নচাপের আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন-রাজ্যে তৈরী হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট উপনগরী
জানা গিয়েছে ৭ মে নিম্নচাপ সৃষ্টির পরই ঘূর্ণিঝড় হবে কি না,কোন অভিমুখ কী হবে,সব বোঝা যাবে। কিত্নু এই ঘূর্ণিঝড় নিয়ে তার মোকাবিলায় প্রস্তুত রাজ্য। ইতিমধ্যে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। মঙ্গলবার নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) সঙ্গে একটি জরুরি বৈঠকে করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, ওই বৈঠকেই কন্ট্রোল রুম খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাজ্যের সব জেলাতে এই কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিপজ্জনক নদী বাঁধগুলি রয়েছে তার অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেরামতির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ।