সুস্মিতা মণ্ডল, ডায়মন্ড হারবার : তিনি এলাকার সাংসদ। সংসদীয় এলাকার সকলেই তাঁর কাছে বড় প্রিয়। প্রত্যেককে তিনি পরিবারের সদস্য বলে মনে করেন। তাই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজোর উপহার হিসেবে ডায়মন্ড হারবার পুরসভা এলাকার পাঁচ হাজার মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন দলের সৈনিকরা।
আরও পড়ুন : আশা-য় মৌসম নুর
শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবার স্টেশনবাজার মোড়ে মঞ্চ করে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, সববয়সিদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। আগমনি গান দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। তারপর ডেকে নেওয়া হয় মানুষকে। গত দু’বছর আগেও অভিষেক নিজে উপস্থিত থেকে উপহার তুলে দিতেন। কিন্তু কাজের চাপে সাংসদ নিজে উপস্থিত হতে পারেননি। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, যুব নেতা গৌতম অধিকারী, শহরের সভাপতি অমিত সাহা, রাজর্ষি দাস, মনমোহিনী বিশ্বাস, অরুময় গায়েন উপস্থিত ছিলেন। অনেক মহিলা শাড়ি পাওয়ার পর মুখের হাসিতে দুর্গার আগমনি সার্থক হয়েছে। ছোটরাও বেজায় খুশি। যুব নেতা গৌতম অধিকারী বলেন, সাংসদ হিসেবে প্রতিবছর পুজোর উপহার তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি নিজে উপস্থিত হতেন। এখন আমরা দলের অনুগত সৈনিক হিসেবে উপহার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছি। শহরে পাঁচ হাজার ও ব্লকগুলিতে আরও কয়েক হাজার মানুষের আমরা এই উপহার তুলে দিয়েছি। মানুষের হাসি মুখ দেখলেই আমাদের তৃপ্তি।