খেলা হবে’ স্লোগান নিয়ে যাত্রার মঞ্চে মন্ত্রী স্বপন

Must read

সংবাদদাতা, কাটোয়া : যাত্রার মঞ্চে ‘খেলা হবে’ স্লোগান আমদানি করলেন যাত্রামোদী মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁরই গড়া ‘চৈতন্য নাট্যসমাজ’ যাত্রা সংস্থার এবারের পালা ‘কান্নাভেজা মায়ের আঁচল’ পালার চরিত্ররা গর্জে উঠলেন, ‘‘অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। বঞ্চনার বিরুদ্ধে খেলা হবে। শোষণের বিরুদ্ধে খেলা হবে।’’ ক’দিন আগেই নিজের গ্রাম নাদনঘাটের বিদ্যানগরে হিন্দু-মুসলিম সম্প্রীতির আবহে লেখা ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালায় অভিনয় করে শ্রোতা-দর্শককে চমকে দিয়েছিলেন স্বপন। এবার কালনা শহরের পুরশ্রী মঞ্চে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সামাজিক যাত্রাপালা ‘কান্নাভেজা মায়ের আঁচল’ পালায় সমাজকর্মীর ভূমিকায় ছোট পরিসরে অভিনয়েও দাগ কাটলেন মন্ত্রী। পালার বড় আকর্ষণ বিভিন্ন কুশীলবের মুখে রাজনীতির ময়দান কাঁপানো ‘খেলা হবে’ সংলাপ।

আরও পড়ুন : অভিষেকের উদ্যোগে নতুন পোশাক বিলি

পালার নায়িকা রুমা দাশগুপ্ত যখন দৃপ্ত ভঙ্গিতে বলেন, ‘এবার খেলা হবে’, তখন যাত্রাপালা শুনতে আসা মহিলারা নতুন করে অন্যায়ের বিরুদ্ধে লড়ার রসদ পান। আর পালার শেষে সত্যিসত্যিই খেলায় নারীশক্তির নব-উদ্বোধন ঘটেছে। জয় হয়েছে মনুষ্যত্বের। সেইসঙ্গে পালার মাধ্যমে স্বাস্থ্যসাথী, কিষান ক্রেডিট কার্ড, কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কেও বিশদ জানিয়ে দেওয়া হয় দর্শকদের। যাত্রাভিনয়ে এমন সামাজিক দায় পালন করায় কলাকুশলীদের তারিফ করছেন দর্শকেরা। পালা শেষে বিশিষ্ট দর্শকদের সঙ্গে আলোচনায় বসে স্বপন পালার ভালমন্দ নিয়ে আলোচনা করেন। পালাটিকে আরও নিখুঁত ও মনোগ্রাহী করার জন্য পরামর্শ ও প্রস্তাব গ্রহণ করেন।

Latest article