প্রতিবেদন : ভরা গ্রীষ্মেও কুয়াশার চাদরে মুখ ঢাকল দিল্লি। একলাফে তাপমাত্রা নেমে এল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ২৯.৭ মিলি মিটার। আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন-পুলিশের হাতে ধর্ষিতা তরুণী
বৃহস্পতিবার সকালে ঘুম ভেঙে অবাক হয়ে যান রাজধানীর বাসিন্দারা। দেখা যায় চারদিকে কুয়াশার আস্তরণ ঢাকা। বেশ ঠান্ডা। মোটা পোশাক ছাড়া রাস্তায় বের হওয়াই দায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ২০০৯ সাল থেকে ধরলে এটাই শীতলতম মে। ১৯৬৯ সালে মে মাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড এবার ভাঙে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন-জেলেনস্কিকে খতমের হুমকি দিলেন রাশিয়ার নিরাপত্তা ডেপুটি দিমিত্রি
সাধারণত মে মাসই দিল্লির উষ্ণতম মাস। তাপমাত্রা গড়ে ৩৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করে। কিন্তু এবার একেবারে বিপরীত ছবি। পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে৷ চলতি মাসে এ পর্যন্ত দিল্লিতে বৃষ্টি হয়েছে ৪৫.৭ মিমি। যা অন্য সময়ের গড় বৃষ্টিকে ছাপিয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছেন, বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি, শান্ত বাতাস এবং দিন ও রাতের তাপমাত্রার উল্লেখজনক তারতম্যের কারণে কুয়াশা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,শুক্রবার থেকে উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ৭ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৮ মে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মে মাসে উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে।