বৃহস্পতিবার রাত্রি প্রায় ১০.১৫ নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের (National highway) সাইকেলে করে সেই যুবক বাড়ি ফিরছিলেন। চণ্ডীপুরের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম সেক ইসরাফিল (৩৩)। ধাক্কায় প্রাণ গিয়েছে ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন-শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত বালক, জাতীয় সড়ক অবরোধ
সাইকেলে রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর। মারাত্মক জখম হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-বাঁধ-মেরামতি দেখে গেলেন মন্ত্রী
কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তারপর স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হতে দেখা যায় অনেক লোকজনকেই। এর ফলে ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। দিঘাগামী অনেক গাড়ি সার দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চণ্ডীপুর থানার পুলিশ যায় খুব দ্রুত সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আরও পড়ুন-সুন্দরবনের ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি জেলা প্রশাসন
এই অবস্থায় কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস নেতারা আজ ১০.৩০টা নাগাদ চন্ডিপুরে যাচ্ছেন। সেখানে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করবেন। কাঁথিতেও বিক্ষোভ হবে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে থাকছেন দোলা সেন, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা, দেবাংশু ভভট্টাচার্য, জয়া দত্ত ও তন্ময় ঘোষ।