প্রতিবেদন : রবিবার কলকাতায় আইএফএ (IFA ) কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India football federation) কর্তারা। রাজ্য লিগে বিদেশি খেলানো নিষিদ্ধ করেছে ফেডারেশন। তা নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব সাজি প্রভাকরণের সঙ্গে আলোচনা করবেন আইএফএ (IFA ) কর্তারা। এছাড়াও ঘরোয়া ফুটবলের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে বৈঠকে। এদিকে, প্রথমবার মেয়েদের জাতীয় লিগে অংশগ্রহণ করে নজরকাড়া পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। শনিবার আমেদাবাদে মিসাকা ইউনাইটেড এফসি-র সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল লাল-হলুদের মেয়েরা। লাবণ্যর গোলে এগিয়ে যায় মিসাকা। ৭০ মিনিটে সিঙ্গো মুর্মুর গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এদিনের ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গল ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন- যুদ্ধের তেলে ফায়দা কার? বিদেশমন্ত্রীকে কড়া চিঠি জহরের