মরশুমের শুরুটা ভালই হল : নীরজ

Must read

দোহা, ৬ মে : ডায়মন্ড লিগ শুরুর আগে তিনি নিজেই ৯০ মিটারের কথা তুলেছিলেন। নীরজ চোপড়া (Diamond League- Neeraj Chopra) মানে লোকে এখন চোখ বুজে সোনা দেখতে পায়। শুধু তিনি ৯০ মিটার ছুঁড়লেন কি না নজর থাকে সেদিকে। ৯০ না হোক, আর একটা সোনা অবশ্যই জমা পড়েছে সোনার ছেলের ঝুলিতে। এতে তিনি নিজেও বেশ খুশি।
প্রথম প্রয়াসেই ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুঁড়েছেন নীরজ (Diamond League- Neeraj Chopra)। তাঁর সেরা যদিও এর থেকে বেশি, তবু নীরজ নিজের পারফরম্যান্সে খুশি। তিনি বলেছেন, ‘‘আমাদের সব অ্যাথলিটদের কাছেই আজকের দিনটা খুব শক্ত চ্যালেঞ্জ ছিল। আমি নিজে এই পারফরম্যান্স করে খুশি। কঠিন জয়। কিন্তু শুরুটা বেশ ভাল হল। আশা করি পরের টুর্নামেন্টেও প্রথম আসব। আমি ধারাবাহিকতা রাখতে চাই। আরও ভাল করতে চাই।’’
নীরজ মেনে নিয়েছেন তাঁর উপর প্রত্যাশার বিশাল চাপ রয়েছে। কিন্তু দোহার এই প্রতিযোগিতায় ভারতীয়রা যেভাবে স্টেডিয়ামে এসে তাঁকে উৎসাহ দিয়েছেন, তাতে তিনি অভিভূত। ‘‘এই পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। পরের টুর্নামেন্টেও আমি ভাল করব, আশা রাখি।’’ বলেছেন হরিয়ানার তরুণ। প্রসঙ্গত, এই ডায়মন্ড লিগ দিয়েই মরশুম শুরু করলেন নীরজ। সামনে আরও অনেক প্রতিযোগিতা। নীরজ এখন থেকেই পরের টুর্নামেন্টগুলিতে ভাল করার রসদ নিয়ে গেলেন।

আরও পড়ুন- যুদ্ধের তেলে ফায়দা কার? বিদেশমন্ত্রীকে কড়া চিঠি জহরের

Latest article