বাংলার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আর সেই টাকা উদ্ধার করে প্রাপকদের হাতে হাতে তুলে দেবেন কথা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশমতোই আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রতিটি বুথে চলছে সেই চিঠি সংগ্রহের কাজ। পাহাড়, বনবস্তি, চা-বাগান, আন্তর্জাতিক সীমানা লাগোয়া বুথ, কোনও এলাকাই বাদ যাচ্ছে না এই চিঠি সংগ্রহের কাজ থেকে। এমনকী জেলার বিভিন্ন এলাকায় রীতিমতো ক্যাম্প করে ১০০ দিনের কাজের উপভোক্তাদের কাছ থেকে হাজার হাজার চিঠি সংগ্রহ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলার সমস্ত চিঠি সংগ্রহ করা হয়ে গেলে তা পাঠিয়ে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। আলিপুরদুয়ারের পাশাপাশি রাজ্যের অন্যান্য থেকেও একই ভাবে এই ধরনের চিঠি সংগ্রহের কাজ চলছে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চিঠি সংগ্রহের কাজ শুরু করেছি। বক্সা পাহাড়, চা-বাগান, বনবস্তি সহ প্রতিটি বুথে চলছে চিঠি সংগ্রহ।
আরও পড়ুন- গিল-ঋদ্ধিমান জুটিতে উড়ে গেল লখনউ