গিল-ঋদ্ধিমান জুটিতে উড়ে গেল লখনউ

Must read

গুজরাট টাইটান্স ২২৭/২ (২০ ওভার)
লখনউ সুপার জায়ান্টস ১৭১/৭ (২০ ওভার)

‘পান্ডিয়া ব্রাদার্স’ দ্বৈরথে ক্রুনালকে টেক্কা দিলেন হার্দিক। লখনউ সুপারজায়ান্টসকে ৫৬ রানে হারিয়ে কার্যত প্লে-অফ নিশ্চিত করে ফেলল গুজরাট টাইটান্স।
গতবারের চ্যাম্পিয়নদের জয়ের স্থপতি ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। দু’জনের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল সুপারজায়ান্টসদের যাবতীয় প্রতিরোধ। তবে দু’জনেই সেঞ্চুরি হাতছাড়া করলেন। ওপেনিং জুটিতে ১৪২ রান যোগ হওয়ার পর, ঋদ্ধি আউট হন ৪৩ বলে ৮১ রান করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ঋদ্ধিমানের এই ইনিংস জাতীয় নির্বাচকদের জোরালো বার্তা দিল, আহত কে এল রাহুলের জায়গা নিতে তিনি তৈরি।

ঋদ্ধিমান আউট হওয়ার পর গুজরাটকে টানলেন শুভমন। তবে তিনিও নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন। শেষ পর্যন্ত ৫১ বলে ৯৪ করে নট আউট থাকেন শুভমন। হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৫ করেন। ডেভিড মিলারের অবদান ১২ বলে অপরাজিত ২১।

ঝড়ের গতিতে ব্যাটিং করে পাওয়ার প্লে-তেই ৭৮ রান
তুলে ফেলেছিল ঋদ্ধি-শুভমন জুটি। যা এবারের আইপিএলে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের নজির। মাত্র কুড়ি বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে চোটের জন্য মাত্র দু’ওভার কিপিং করেই মাঠ ছাড়েন ঋদ্ধিমান।

আরও পড়ুন- তৃণমূলের পাশে আছে বাংলার আদিবাসীরা

জেতার জন্য ২২৮ রান তাড়া করতে নেমে, শুরুটা ভালই করেছিলেন লখনউয়ের দুই ওপেনার কাইল মেয়ার্স ও কুইন্টন ডি’কক। কিন্তু মেয়ার্স ৩২ বলে ৪৮ এবং ডি’কক ৪১ বলে ৭০ করে আউট হতেই লখনউয়ের জয়ের আশা শেষ হয়ে যান। গুজরাটের মোহিত শর্মা ২৯ রানে ৪ উইকেট নেন। ম্যাচের সেরা শুভমন।

Latest article