প্রতিবেদন : আন্দোলনকারী কুস্তিগিরদের (Wrestlers Protest) পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সমাধানের সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত। রবিবার সভার পর জানিয়ে দেওয়া হল, আগামী ২১ মে-র মধ্যেই বজরং পুনিয়া, বিনেশ ফোগটদের সমস্যা মিটিয়ে ফেলতে হবে। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির যন্তরমন্তরে বসে আন্দোলন করছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী একঝাঁক তারকা কুস্তিগির। শুরুতে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ। যদিও কুস্তিগিরদের আন্দোলনের (Wrestlers Protest) চাপে শেষ পর্যন্ত এফআইআর নেওয়া হয়।
রবিবার প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনে শামিল হতে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কৃষক। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গোটা দেশজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে। একই সঙ্গে খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। কুস্তিগিরদের সমস্যা মেটাতে হবে কেন্দ্রীয় সরকারকে। নইলে গোটা দেশজুড়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।
আরও পড়ুন: জ্বলছে মণিপুর, ঘরছাড়া প্রায় ২৫ হাজার, বাংলার পড়ুয়াদের ফেরাচ্ছে রাজ্য