প্রতিবেদন : ইউক্রেনে যুদ্ধের খবর সংগ্রহ করতে প্রাণ হারালেন ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র সাংবাদিক আরমান সোলদিন (AFP Journalist Arman Soldin)। ফ্রন্টলাইনে রকেট হামলায় তাঁর মৃত্যু হয়েছে। সোলদিনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।
গত কয়েকদিন ধরে পূর্ব-ইউক্রেনের বাখমুট শহর দখল করতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের এই শহরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। বুধবার সকালে বাখমুট শহরের কাছে ইউক্রেনীয় সেনার সঙ্গে যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন তরুণ সাংবাদিক সোলদিন (AFP Journalist Arman Soldin)। সে সময় সেখানে একটি রুশ রকেট আছড়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোলদিন। সাংবাদিক সোলদিনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল। নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকও। কিয়েভের তরফে জানানো হয়েছে, পূর্ব ডোনেৎস্কের চাসিভারে রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে সোলদিনের। সংবাদ সংস্থা এএফপি-র চেয়ারম্যান ফ্যাবরিস ফ্রাইস বলেছেন, সোলদিনের মৃত্যু সংস্থার কাছে বড় ক্ষতি। সোলদিনের মৃত্যুর কড়া নিন্দা করেছে একাধিক দেশ। ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা করেছে। হোয়াইট হাউস বলেছে, নিজের কাজ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে সোলদিনকে। এটা অত্যন্ত দুঃখজনক৷