এবার বিরোধী দলনেতাকে একহাত নিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিরোধী নেতার বিরুদ্ধে শীঘ্রই তিনি মানহানির মামলা করবেন বলে জানালেন। বুধবার রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম না করে আয়কর হানায় বাড়ি থেকে তিন কোটি নগদ টাকা ও ছয় কোটি টাকার অলঙ্কার উদ্ধার হয়েছে বলে ইঙ্গিত করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আয়কর দফতরের বিবৃতি প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে বিস্ফোরক হলেন কৃষ্ণবাবু। বিরোধী দলনেতাকে লোডশেডিং অধিকারী বলেও সম্বোধন করেন বিধায়ক। তিনি বলেন, ওঁর বক্তব্যের মধ্যে বাস্তবতা নেই। লোডশেডিং অধিকারীর যদি সৎ সাহস থাকত তাহলে আমার নাম কৃষ্ণ কল্যাণী বলে সম্বোধন করে এই কথাগুলি বলতেন। উনি যে মিথ্যা কথা বলছেন এবং আমি যে মানহানি মামলা করব, সেটা বুঝতে পেরেই আমার নাম উচ্চারণ করেননি।
আরও পড়ুন- পূর্ব বর্ধমানে অভিষেকের সফর ঘিরে উদ্দীপনা