তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের সুখ-দুঃখের কথা শুনতে পারছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। তেমনই পূর্ব বর্ধমানের কালনায় খুন হওয়া দলীয় কর্মীর স্মৃতি সৌধতে মালা পরিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অভিষেক। মৃত দলের কর্মী দয়াল হাজরার পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দেখা করেন তৃণমূল নেতা। আশ্বাস দেন তাঁরা সুবিচার পাবেন।
আরও পড়ুন- ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু, সাফ জানালেন মুখ্যমন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ (TMC MP Abhishek Banerjee) জানিয়েছেন, হরিনাম সংকীর্তনে খোল বাজাতে গিয়ে খুন হয়েছিলেন আমার দলীয় সহকর্মী দয়াল হাজরা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু, আমরা তাঁকে ভুলিনি। কালনায় দয়াল হাজরার স্মৃতিতে একটি সৌধ নির্মাণ করা হয়েছে। আজ সেখানে গিয়েছিলাম। প্রয়াত দলীয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। মানুষের জন্য কাজ করতে গিয়ে এভাবে বহু প্রাণকেই অকালে ঝরে যেতে হয়। তাঁদের এই বলিদান মানবসেবার ব্রত পালনে আমাদের আরও দৃঢ়চেতা করে তোলে। আজ দয়াল হাজরার স্মৃতিসৌধে মাল্যদানের সময়েই আমি প্রতিজ্ঞা করেছি, সহকর্মীর এই আত্মত্যাগ বিফলে যেতে দেব না। মানুষের বিচারে সেরা প্রার্থীদেরই পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাণ্ডারী করব। তাঁদের হাত ধরেই প্রাপ্য পরিষেবা পাবেন গ্রামের আমজনতা। সুবিচার পাবেন দয়াল হাজরার মতো যোদ্ধারা।“