নিয়োগ নিয়ে আদালত তথ্য চাইলে অবশ্যই দেব

Must read

প্রতিবেদন : নিয়োগ নিয়ে সবাইকে অসৎ ভাববেন না। এই মন্তব্য কলকাতা মহানাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে। এই প্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, কলকাতা পুরসভা বা অন্যান্য পুরসভার যদি আদালত তথ্য চায় আমরা তা দিতে প্রস্তুত। রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগের দায়িত্ব এজেন্সির হাতে তুলে দেওয়ার ফলে মোটা টাকার বিনিময়ে তারা লোক ঢুকিয়েছে। এই দাবি ইডির। ফিরহাদ বলেন, সবাইকে অসৎ ভাবাটা ভুল। কোর্টের রায়ের বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ব্যাপারটা কী তা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। বিভিন্ন পুরসভায় কিছু নিয়োগ হয়েছে। সেটা কেন এজেন্সি দিয়ে হয়েছে সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি। একইসঙ্গে ফিরহাদ (Firhad Hakim) এদিন জানিয়েছেন, পুর দফতরের নিয়োগের বিষয়ে আদালত যদি চায়, তাহলে আমরা নিশ্চিতভাবে সেই তথ্য দেব। কী প্রয়োজনে নিয়োগের জন্য এজেন্সিকে যুক্ত করা হয়েছিল তা জানতে যে সব পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের থেকে নথি চাওয়ার নির্দেশ পুর দফতরের প্রধান সচিব খলিল আহমেদকে দিয়েছেন পুরমন্ত্রী তথা মেয়র।

আরও পড়ুন- হরিনাম সংকীর্তনে খোল বাজাতে গিয়ে খুন হয়েছিলেন দলীয় কর্মী, সুবিচারের আশ্বাস অভিষেকের

Latest article