হালকা ঝোড়ো হাওয়া, ঝিরঝিরে বৃষ্টিতে দিঘায় পুলক

Must read

সংবাদদাতা, দিঘা : আরও শক্তিশালী হয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা (Mocha Cyclone)। তার প্রভাবে শনিবার দিঘা-সহ বঙ্গোপসাগরের উপকূলে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হল। কিছুটা উত্তাল হল সমুদ্র। ঝিরঝিরে বৃষ্টি কিছু টা স্বস্তি এনে দিল পর্যটকদের। কমল তাপমাত্রা। হালকা ঝোড়ো হাওয়া ও ঝিরঝিরে বৃষ্টিতে বেজায় খুশি পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোকার (Mocha Cyclone) প্রভাব এ-রাজ্যের উপকূলে তেমন পড়বে না, আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পর উইক-এন্ডে দিঘা-সহ অন্য পর্যটনকেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। তবে সতর্ক প্রশাসন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার উপকূল অঞ্চলে মোকার প্রভাব কিছুটা বাড়বে। শনিবার অনেক অত্যুৎসাহী পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে নেমে পড়েন। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও নুলিয়ারা বাঁশি ও সাইরেন বাজিয়ে তাঁদের সমুদ্র থেকে উঠিয়ে দেন। ওল্ড ও নিউ দিঘার ওয়াচ টাওয়ার থেকে পর্যটকদের উপর কড়া নজর রাখা হয়। মোকার মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত ব্লক প্রশাসন থেকে পুলিশ। প্রস্তুত সংশ্লিষ্ট দফতরগুলিও। শনিবারেও এনডিআরএফ বাহিনী উপকূলবর্তী এলাকায় স্থানীয়দের সতর্ক করে মাইকিং করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়গুলি। প্রয়োজনে সেখানে উপকূলবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন-নিয়োগ নিয়ে আদালত তথ্য চাইলে অবশ্যই দেব

Latest article