এখনও চুক্তি হয়নি মেসির সঙ্গে, জানাল সৌদি ক্লাব

Must read

রিয়াধ, ১৩ মে : লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে লিখিত বা মৌখিক কোনও চুক্তিই হয়নি। সাফ জানিয়ে দিল সৌদি ক্লাব আল হিলাল। তবে একই সঙ্গে তারা এটাও জানিয়েছে, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল হিলালে যোগ দিতে পারেন সদ্য বার্সেলোনা ছাড়ার ঘোষণা করা স্প্যানিশ তারকা সের্জিও বুসকেটসও।
এর আগে মেসির (Lionel Messi) বাবাও সৌদি ক্লাবের চুক্তিতে সই করার কথা উড়িয়ে দিয়েছিলেন। যদিও তাতে জল্পনা পুরোপুরি থামেনি। এদিন সৌদি ক্লাব মেসির চুক্তিতে সই করার কথা অস্বীকার করলেও, তারা যে আর্জেন্টিনার মহাতারকাকে পেতে আগ্রহী, সেটাও দিনের আলোর মতোই পরিষ্কার। প্রসঙ্গত, মেসি যে পিএসজি ছাড়ছেন, তা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। নতুন মরশুমে তিনি কোন ক্লাব যাবেন, তা নিয়েই চর্চা তুঙ্গে। সম্ভাব্য গন্তব্য হিসেবে আপাতত তিনটে নাম বাতাসে ভাসছে। বার্সেলোনা, আল হিলাল এবং ইন্টার মায়ামি।
মাঝে মেসির সপরিবারে সৌদি-যাত্রা গুঞ্জন ছড়িয়েছিল, তিনি আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে গিয়েছেন। যদিও পরে জানা যায়, তিনি যেহেতু সৌদি আরবের পর্যটনদূত। তাই একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলেন। এদিকে, রোনাল্ডো বর্তমানে আল নাসেরে খেলেন। মেসিও আরবে এলে দুই মহাতারকার দ্বৈরথে জমে উঠতে পারে আরব লিগ।

আরও পড়ুন- ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Latest article