প্রতিবেদন : ২০২১-এর বাংলাতেই বিজেপি বিদায়ের খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছিল। ২০২৪-এ দেশ থেকে চিরতরে বিদায় নেবে বিজেপি। বিজেপি ও প্রধানমন্ত্রী মনে করছেন, ধর্মের নামে-জাতির নামে রাজনীতির করে মানুষের পেটে লাথি মেরে রাজনীতি চালাবেন। মানুষ তার ন্যায্য অধিকার আদায়ে আপনাকে আকাশ থেকে নামাতে ১০ সেকেন্ড সময়ও নেবে না। শনিবার মন্তেশ্বরের জনসভা থেকে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিষ্ণোইয়ের হুমকি, সলমনের নিরাপত্তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী
তিনি বলেন, তৃণমূলের এই নবজোয়ার মানে নব্য বনাম পুরনোদের লড়াই নয়। যাঁরা এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে সিপিএমের সঙ্গে লড়াই করে বুথে বুথে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছে, যারা নিঃস্বার্থে, নির্দ্বিধায় প্রাণপাত করে খাটতে চায় তাদেরকে সুযোগ দিয়ে যোগ্য পদে বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়াই হল নবজোয়ার। সেই নবজোয়ার আজ ১৯ দিনের মাথায় জনজোয়ারে পরিণত হয়েছে। অভিষেক এদিনও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটে জেতা মানে হাতির পাঁচ পা দেখা নয়। পরিষেবা দিলে পদে থাকবে, না দিলে বহিষ্কারের দায়িত্ব আমার। তাঁর কথায়, আগে পঞ্চায়েতের প্রার্থী ঠিক হত বন্ধ ঘরে বসে। জেলা নেতাদের সুপারিশ নিয়ে ৫-৬ জন রাজ্য নেতা ঠিক করতেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে কারা প্রার্থী হবেন। এখন মানুষের পঞ্চায়েত গড়তে তৃণমূলের প্রার্থী ঠিক করছেন মানুষই। গোটা দেশে কোনও রাজনৈতিক দলের এই নজির নেই।