ডবল ইঞ্জিন নয়, এখন ট্রাবল ইঞ্জিন

কর্নাটকে বিজেপির পরাজয়ের পর এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : কর্নাটকের মানুষ বিজেপির ডবল ইঞ্জিন নয়, ট্রাবল ইঞ্জিন সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ২০২১ সালে বাংলা যে পথ দেখিয়েছিল আজ কর্নাটক তা করে দেখাল। আর ২০২৪-এ গোটা ভারত তা করবে। কর্নাটকে বিজেপির পরাজয়ের পর এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বাংলাতেই বিজেপি বিদায়ের খুঁটিপুজো, ‘২৪-এ দেশ থেকে

তাঁর কথায়, ডবল ইঞ্জিন সরকার করে যারা গলা ফাটায় আজকে তারা কর্নাটকে পাঁচ বছর ডবল ইঞ্জিন নিয়ে ক্ষমতায় ছিল। ডবল ইঞ্জিন তো পাঁচ বছর মণিপুরেও ক্ষমতায়, তবে মণিপুরে আগুন জ্বলছে কেন? ডবল ইঞ্জিন সরকারকে পাঁচ বছর দেখেও মানুষ প্রত্যাখ্যান করল কেন? ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন নয়। ডবল ইঞ্জিন আসলে ট্রাবল ইঞ্জিন। শনিবার পূর্ব বর্ধমানে জনসংযোগের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায়, আমাদের নেত্রী নিজে কর্নাটকের মানুষের প্রতি আবেদন করেছিলেন, বিজেপিকে হারাতে যাকে ইচ্ছে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব স্পষ্টভাবে বলেছিলেন। আমরা তো বলতে পারতাম কংগ্রেসকে ভোট দেবেন না, তা করিনি। আমরা বলেছিলাম, যাকে ইচ্ছে ভোট দিন কিন্তু বিজেপিকে হঠান। অভিষেকের সংযোজন, বাংলায় একটা অভিযান চলেছিল, নো ভোট টু বিজেপি। কার্যত সেটাই কর্নাটকে হয়েছে। কর্নাটকে বিজেপির পতন দিয়েই ২০২৪-এ লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। সাফ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Latest article