প্রতিবেদন : চার রাজ্যের ৫ আসনের উপনির্বাচনেও ধরাশায়ী হল বিজেপি। ১০ মে পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসনে উপনির্বাচন হয়। এছাড়া উত্তরপ্রদেশের সুয়ার এবং ছানবে, ওড়িশার ঝাড়সুগাদা এবং এবং মেঘালয়ের সোয়ং বিধানসভা কেন্দ্রেও ১০ মে উপনির্বাচন হয়। শনিবার ফলাফল ঘোষণা হতে দেখা যায়, জলন্ধর লোকসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী সুশীলকুমার রিঙ্কু। তিনি কংগ্রেস প্রার্থীর করমজিৎ কাউরকে ৫৮,৬৪৭ ভোটে হারিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী চতুর্থ স্থান পেয়েছেন।
আরও পড়ুন-কর্মক্ষেত্রে যৌন হেনস্তা রুখতে নেই কোনও উপযুক্ত তদন্ত কমিটি ক্ষোভ আদালতের
২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সন্তোখ সিং চৌধুরী। জানুয়ারি মাসে তাঁর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছিল। সে কারণেই উপনির্বাচন। রাজনৈতিক মনে করছে, কৃষক আন্দোলনের বড়সড় প্রভাব পড়েছে এই আসনের নির্বাচনী ফলাফলে।
আরও পড়ুন-জিতে প্লে-অফের দৌড়ে রইল পাঞ্জাব
অন্যদিকে উত্তরপ্রদেশের সুয়ার এবং ছানবে কেন্দ্রে বিজেপি ও সমাজবাদী পার্টিকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছে আপনা দল। ছানবে কেন্দ্রে আপনা দলের প্রার্থী রিঙ্কি কোল জয়ী হয়েছেন। অন্যদিকে সুয়ার কেন্দ্রে জয়ী হয়েছেন আপনা দলের প্রার্থী শফিক আহমেদ আনসারি। ওড়িশার ঝাড়সুগুদা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজু জনতা দলের প্রার্থী দীপালি দাস। দীপালি রাজ্যের সদ্যপ্রয়াত স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের মেয়ে। কয়েক মাস আগে গুলি করে খুন করা হয়েছিল নবকিশোরকে। অন্যদিকে মেঘালয়ের সোয়ং কেন্দ্রে এনপিপি প্রার্থীর বিরুদ্ধে জয়ী হয়েছেন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এস কে রয়থাভা।