আজ রবিবার (১৪ মে) থেকে, ওড়িশার ভুবনেশ্বরে (Bhuvaneshwar) শুরু হচ্ছে জি২০ (G20) কালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। এটি চলবে ১৭ মে পর্যন্ত। জি২০ গোষ্ঠীর সদস্য দেশগুলি, অতিথি দেশগুলি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিতে চলেছেন। এই বৈঠকে সাংস্কৃতিক ক্ষেত্রের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে এবং সমস্যাগুলি মোকাবিলার পদক্ষেপের চিন্তাভাবনা করা হবে।
আরও পড়ুন-মায়ানমারের সিটুয়ে তান্ডবলীলা চালাচ্ছে ‘মোকা’
‘জি২০ কালচার ওয়ার্কিং গ্রুপের’ প্রথম বৈঠকটি মধ্যপ্রদেশের খাজুরাহোয় হয়। সেই বৈঠকের পর, দুই মাস ধরে বিভিন্ন বিষয়ে একের পর এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল। এই বৈঠক উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে একটি বালি শিল্প তৈরি করতে চলেছেন ওড়িশার বালি শিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক। বিকেল সাড়ে পাঁটচায় সেই বালি শিল্পটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্ত-পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রী জি কিশান রেড্ডি এবং সংস্কৃতি ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
আরও পড়ুন-শিশুকন্যাদের সুরক্ষার বার্তা নিয়ে দেশ ঘুরবেন ৩ শিক্ষিকা
ওড়িশার বিভিন্ন পর্যটনস্থলগুলি ভ্রমণ করবেন বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোনার্কের সূর্য মন্দির, উদয়গিরি গুহা পরিদর্শন করবেন তাঁরা। ওড়িশার বিভিন্ন নৃত্যকলা তুলে ধরা হবে। ওড়িশার আদিবাসী নৃত্য, ওড়িশি নৃত্য, গোটিপুয়া নৃত্য, সম্বলপুরি নৃত্য প্রদর্শন হবে। ভুবনেশ্বরের ওড়িশা কারুশিল্প জাদুঘরের পক্ষ থেকে ‘সাসটেইন: দ্য ক্রাফট ইডিয়ম’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। ১৫ মে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই প্রদর্শনীটির উদ্বোধন করতে চলেছেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, সংস্কৃতি ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।