প্রতিবেদন : বিগত আর্থিক বছরে রাজ্য থেকে পণ্যের রফতানি ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ এই রাজ্য থেকে মোট রফতানির পরিমাণ ছিল ১৩০০ কোটি মার্কিন ডলার। দেশের সর্বোচ্চ রফতানিকারক ৩০টি শহরের মধ্যে কলকাতা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য, চর্মশিল্প, সমুদ্রজাত পণ্য (Goods), সবরকম বস্ত্র এবং আম রফতানিতে রাজ্য গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক রফতানি ক্ষেত্রে জেলাগুলির পণ্যকে উৎপাদন ও বিপণনে উৎসাহ দিতে ডিসট্রিক্টস অ্যাজ এক্সপোর্ট হাবস ইনিশিয়েটিভ নামের উদ্যোগ নিয়েছে। এরাজ্যের আরও বেশ কিছু পণ্যকে (Goods) এর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের মতো রাজ্যগুলির কোন কোন পণ্যকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে সে ব্যাপারে নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গেও এবিষয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আগামী সপ্তাহেই, দিনক্ষণ ঘোষণা