লখনউ, ১৫ মে : মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। ১২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৪। অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট সুপারজায়ান্টসদের। এই ম্যাচটা যে জিতবে, সে কার্যত প্রথম চারে থাকা নিশ্চিত করে ফেলবে।
আরও পড়ুন-ফের জরিমানা, নির্বাসনের আশঙ্কা নাইট অধিনায়ককে ঘিরে
টুর্নামেন্টের শুরুটা ভাল না হলেও, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই সঠিক সময়ে ফর্মে ফিরেছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। মুম্বইয়ের বড় প্রাপ্তি সূর্যকুমার যাদবের ব্যাট হাতে ছন্দে ফেরা। শেষ দু’টি ম্যাচে সূর্যর ব্যাট থেকে এসেছে ৮৩ এবং অপরাজিত ১০৩ রানের দু’টি ম্যাচ জেতানো ইনিংস। রান পাচ্ছেন ঈশান কিশানও। সবথেকে বড় কথা, তিলক ভার্মা চোট পাওয়ার পর তাঁর জায়গায় চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন আরেক বাঁ হাতি ব্যাটার নেহাল ওয়াধেরা। তবে মুম্বই শিবিরকে চিন্তায় রাখছে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। এবারের আইপিএলে রোহিতের মোট রান ২২০। গড় মাত্র ১৮.৩৩। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি।
আরও পড়ুন-সোমবার বিকেল থেকে তুমুল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা শহর
অন্যদিকে, অধিনায়ক কে এল রাহুলের চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া লখনউ শিবিরের কাছে বড় ধাক্কা। যদিও ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বে শেষ ম্যাচে দারুণ জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে। ওই ম্যাচে লখনউয়ের প্রাপ্তি নিকোলাস পুরানের বিস্ফোরক ইনিংস। যা দলকে মূল্যবান দু’টি পয়েন্ট এনে দিয়েছিল। এছাড়া মার্কাস স্টয়নিস, কাইল মেয়ার্স, কুইন্টন ডি’ককরা রয়েছেন। তবে ফর্মে থাকা সূর্যকুমারকে থামানো লখনউয়ের বোলারদের অগ্নিপরীক্ষা!