সোমবার বিকেল থেকে তুমুল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা শহর

ঝড়ে দাপটে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দক্ষিণ বারাসত ও জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল বন্ধ।

Must read

সোমবার বিকেল থেকে হঠাৎ করে তুমুল ঝড়বৃষ্টি (cyclone) শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার (South Kolkata) বেশ কিছু এলাকায় এদিন বিকেলে ঝড় শুরু হয়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে ভাল বৃষ্টি হয়। কলকাতায় ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়। দমদমে ৬২ কিমি প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখী হয় এদিন।

আরও পড়ুন-ঝড়ের তাণ্ডবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যায় রাস্তায়, অল্পের জন্য এড়ানো গেল দুর্ঘটনা

৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যায়। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুলও বৃষ্টি হয়। রেড রোড ও বিজন স্ট্রিট-সহ ১০ জায়গায় গাছ ভেঙে পড়েছে। রেড রোডে পাঁচিলও পড়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।

আরও পড়ুন-‘সুর্যাস্তের আগে আমায় বলতে দেয় না’, নীতি আয়োগের বৈঠক নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

কলকাতার পাশাপাশি, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনাতেও প্রবল ঝড় হয়, সঙ্গে বৃষ্টি। ফের ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দক্ষিণ বারাসত ও জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল বন্ধ। কাঁকিনাড়া-শ্যামনগরের মধ্যে লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ। তবে, ভ্যাপসা গরম থেকে কিছু স্বস্তি মিলেছে।

Latest article