‘সুর্যাস্তের আগে আমায় বলতে দেয় না’, নীতি আয়োগের বৈঠক নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রকে নিশানা করে এদিন মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন

Must read

সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান ২৭ মে নতুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। কেন্দ্রকে নিশানা করে এদিন মমতা বলেন, তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তবু, রাজ্যের বকেয়া আদায়ে তিনি দিল্লি (Delhi) যাবেন।

আরও পড়ুন-‘কিন্তু আমি বলব, এগুলি দেখে নিতে’ কালিয়াগঞ্জে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে একাধিকবার জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁকে নিজের বক্তব্য বলার যথাযথ সময় দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন-‘প্রচুর ছেলেমেয়ে আমাকে ফোন করছে’, চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের তো দাবিদাওয়া জানানোর ওই একটাই জায়গা। তাই বৈঠকে আমি যাব। কিন্তু সেই সকালে গিয়ে বসে বসে থাকতে হবে। আগে নিজেরা জ্ঞান দেবে ২ ঘণ্টা। আমাকে তো বলতে দেবে সবার শেষে। সূর্যাস্তের আগে তো আমাকে বলতে দেয় না। আমি সবার শেষে বলার সুযোগ পাই। তাও ওরা ঠিক করে দেবে কোন কোন বিষয়ে কথা বলা যাবে।’

আরও পড়ুন-‘সত্যি অন্যায় করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেব না’ নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত এদিন তিনি কর্ণাটকে বিজেপির পরাজয় নিয়ে বলেন, ‘বিজেপির ঔদ্ধত্যের পতন হয়েছে। আমি তো সবাইকে বলেছি, বিজেপিকে ভোট দেবেন না। যেখানে রিজিওনাল পার্টি শক্তিশালী সেখানে বিজেপি কিছু করতে পারবে না। কর্ণাটকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে।’

Latest article