নয়াদিল্লি, ১৫ মে : নিজেদের লড়াইয়ে এবার গোটা বিশ্বের অলিম্পিয়ানদের শামিল করতে চান যন্তরমন্তরে ধরনা দেওয়া প্রতিবাদী কুস্তিগিররা।
যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে, মাসখানেক ধরে দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী একঝাঁক ভারতীয় কুস্তিগির। এবার নিজেদের এই লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক বিনেশ ফোগটরা। তাঁদের অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না দিল্লি পুলিশ। শুধু অভিযুক্তের বয়ান রেকর্ড করেই নিজেদের দায়িত্ব সেরেছে।
আরও পড়ুন-ফের জরিমানা, নির্বাসনের আশঙ্কা নাইট অধিনায়ককে ঘিরে
পাল্টা হিসেবে কেন্দ্রীয় সরকারকে ২১ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন প্রতিবাদী কুস্তিগিররা। এই সময়ের মধ্যে ব্রিজভূষণকে গ্রেপ্তার করা না হলে, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। যা শুধু দেশে সীমাবদ্ধ থাকবে না। ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। সোমবার এশিয়ান গেমসে সোনাজয়ী মহিলা কুস্তিগির বিনেশ বলেন, ‘‘আমরা আমাদের লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে দেব। বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিয়ান এবং অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদদের চিঠি লিখে আমাদের লড়াইয়ে শামিল হওয়ার জন্য অনুরোধ করব।’’
আরও পড়ুন-সোমবার বিকেল থেকে তুমুল ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা শহর
বিনেশ এদিন আরও অভিযোগ করেছেন, তাঁদের ধরনা বানচাল করার জন্য নানা ধরণের অপচেষ্টা করা হচ্ছে। রাতের অন্ধকারে কয়েকজন অচেনা মহিলা তাঁদের ধরনা মঞ্চে ঢুকে পড়ছেন। কিন্তু এসবের পরেও তাঁরা লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিনেশ।