বিলাসপুর-নাগপুর রুটে বন্ধ হল বন্দে ভারত

জানা গিয়েছে, যাত্রী না হওয়ার কারণেই রেলের একটি রুটে আপাতত বন্দে ভারত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড

Must read

প্রতিবেদন : অনেক ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করেছিল বন্দে ভারত। কিন্তু মাত্র ৫ মাসের মধ্যেই তার পথ চলা থেমে গেল। জানা গিয়েছে, যাত্রী না হওয়ার কারণেই রেলের একটি রুটে আপাতত বন্দে ভারত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। রেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারত আপাতত চলবে না।

আরও পড়ুন-‘১০ বছর আটকে রাখার ফন্দি ছিল’, সেনার বিরুদ্ধে তোপ ইমরানের

এই ট্রেনটি ছত্তিশগড় ও মহারাষ্ট্রের মধ্যে চলাচল করতো। তবে ওই রুটের যাত্রীদের কথা মাথায় রেখে রেল আরও এক দ্রুতগামী ট্রেন তেজস এক্সপ্রেস চালাবে। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া এমনিতেই যথেষ্ট বেশি। সে কারণেই যাত্রীদের মধ্যে এই ট্রেনে চড়ার ব্যাপারে খুব অনীহা। পরিসংখ্যান বলছে, গত পাঁচ মাসে এই রুটে বেশিরভাগ দিনেই ট্রেনের ৫০ শতাংশ টিকিটও বিক্রি হয়নি।

Latest article